কচুয়া প্রতিনিধি ==
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিন গতকাল মঙ্গলবার কচুয়ার ঘাগড়া এলাকায় অবরোধকারীরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে কচুয়া থানার অফিসার ইনচার্জসহ ৫ পুলিশ আহত হয়।
গতকাল বিএনপি-জামাতের কর্মীরা উপজেলার কচুয়া-ঢাকা সড়কের আকানিয়া, ঘাগড়া ও বাঁচাইয়া এলাকায় সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে যানবাহন ভাংচুর ও লোক যাতায়াতে বাধার সৃষ্টি করে। খবর পেয়ে দুপুর ২টায় কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার ফোর্স নিয়ে ঘাগড়া ব্রিজের নিকট পৌঁছলে অবরোধকারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার, এসআই রফিকুল ইসলাম, এএসআই গোপাল, কনস্টেবল মেহেদী হাসান ও ইমরান আলী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। এ ঘটনায় পুলিশ কড়ইয়া গ্রামের মাসুদ (২৬) নামের এক বিএনপি কর্মীকে আটক করে। ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, মানুষের জান-মালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেউ সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পুলিশের উপর হামলার ঘটনায় কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।