কচুয়া উপজেলার নলুয়া বাজার এলাকায় গত মঙ্গলবার হত্যা মামলার এজহারভূক্ত আসামী মানিক হোসেন (৩৫) পুলিশের হাত থেকে পালিয়েছে। সে কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার কচুয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শামছুদ্দীন ৭-৮ বছর পূর্বে নলুয়া-সাহেদাপুর গ্রামের আমিনুল ইসলাম মালেক চেয়ারম্যানের বাড়ির পাশে ডীপ পাম্প সংলগ্ন গলাকাঁটা লাশ হত্যা মামলার আসামী মানিককে ধরতে যায়। পরে পুলিশ তাকে হাতেনাতে ধরলেও পুলিশের হাত থেকে কৌশলে সে দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের গাফিলতির কারণেই ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার আসামী মানিক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী মানিক হোসেন লুঙ্গি খুলে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
শিরোনাম:
বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।