কচুয়া প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের উপস্থিতিতে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দলীয় সমর্থন প্রত্যাশী দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। এদের মধ্যে কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুল মান্নান (৫৫), তার ভাই শাহাদাত হোসেন (৪২), ছেলে সাইফুল ইসলাম সাগর (২০), কর্মী মেহেদী হাসান (১৮) গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে ভর্তি করা হয়েছে। অপর আহত আরিফ হোসেন (২৫), মহিন (২৫), ফারুক (৩০) ও হোসেন (২৪) বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার দুপুর দুই টায় উপজেলা সদরের কোর্টবিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায় যে, আজ ১ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। সমাবেশে মুক্তিযোদ্ধা ছাড়াও আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন। এসময় আলোচনা সভায় পৌর যুবলীগের সভাপতি মাহবুবুল আলম বক্তব্য রাখতে গিয়ে – আসন্ন পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে তার বড় ভাই যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল মামুন কে দলীয় সমর্থন দেয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীরকে ধন্যবাদ জানান। এরপর একজন মুক্তিযোদ্ধা বক্তব্য প্রদান করছিলেন। দলীয় সমর্থন প্রত্যাশী আব্দুল মান্নান বক্তব্যরত মুক্তিযোদ্ধার কাছ থেকে মাইক্রোফোন টেনে নিয়ে পৌর যুবলীগের সভাপতির বক্তবের বিরোধিতা করে কাউকে এখনো দলীয় সমর্থন দেয়া হয়নি বলে জোড়ালোভাবে দাবী করেন। তিনি তার ব্যাক্তকরে মঞ্চ থেকে নেমে আসার সময় কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের সমর্থকরা তার উপর হামলা চালায়। এসময় তার ভাই, ছেলে ও কর্মী সমর্থকরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, মারামারি শুরু হলে লার্ঠিচার্জ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। এই ঘটনায় গোলযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ শুরু হলে অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর গোলযোগ সৃষ্টির জন্য অভিযুক্তদের ভৎসনা করেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।