কচুয়া প্রতিনিধি ==
কচুয়ায় অন্যের ছবি, জাল স্বাক্ষর ও জিম্মানামা বানিয়ে দীর্ঘদিন চাকুরি করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু তাহের নামের এক ব্যক্তি প্রতারক শাকিল হোসেন (২৮)’র বিরুদ্ধে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যার নং ৭৩৫, তারিখ ১৮-১১-২০১৩।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের খিলমেহের গ্রামের অধিবাসী লোকমান হোসেনের পুত্র প্রতারক শাকিল হোসেন একই উপজেলার দারাশাহী তুলপাই গ্রামের হাজী রুস্তম আলীর পুত্র আবু তাহের (৩২)’র ছবি, স্বাক্ষর ও ভূয়া জিম্মানামা বানিয়ে ফেনী এলাকার জিনিথ ফার্মাসিটিক্যালস লিঃ কোম্পানীতে দীর্ঘদিন চাকুরি করে। গত ২৮ সেপ্টেম্বর প্রতারক শাকিল ওই কোম্পানীর টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে কোম্পানীর লোকজন জিম্মাদারের ঠিকানানুসারে কচুয়ার দারাশাহী তুলপাই গ্রামে আসলে চাঞ্চল্যকর এ তথ্য বেরিয়ে আসে।
এব্যাপারে আবু তাহের জানান, ছবি, স্বাক্ষর ও জিম্মানামার বিষয়ে আমি কিছুই জানিনা। আমাকে ফাঁসাতে সু-কৌশলে এ কাজ করা হয়েছে। এদিকে অভিযুক্ত শাকিল হোসেনের বক্তব্য জানতে, তার ব্যবহৃত মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।