কচুয়া প্রতিনিধি
কচুয়ায় শিশির আহমেদ নামের প্রেমিকের হাত ধরে শ্রাবণী আক্তার নামের এক প্রেমিকা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। গত ৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার কাদলা গ্রামে পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিককে সহযোগিতা করার অভিযোগে একই গ্রামের মানিক হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাদলা গ্রামের অধিবাসী মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাস্টারের ছেলে শিশির আহমেদের (১৫) সাথে একই গ্রামের জহিরুল ইসলামের দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়–য়া কন্যা শ্রাবণী আক্তার (১৩) দীর্ঘদিন মন দেয়া-নেয়া চলছিলো। এক পর্যায়ে গত শনিবার দু’জনে হাতে হাত ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শ্রাবণী আক্তারের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করলে কচুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ সাদেকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাতে একই গ্রামের মফিজুর রহমানের পুত্র মানিককে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন রোববার প্রেমিকের বাবা মুক্তিযোদ্ধা আঃ হালিম মাস্টার প্রেমিকা শ্রাবণী আক্তারকে বাড়িতে এনে দেয়ার আশ্বাস দিলে মানিককে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।