কচুয়া প্রতিনিধিঃ
দুঃখজনক হলেও সত্য কচুয়া উপজেলা গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী গ্রামের জাকির মেম্বারের গৃহে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাস বাধা ছবি ভাংচুরের ঘটনা সংবাদ দৈনিক চাঁদপুর দর্পন ও সময় পত্রিকায় প্রকাশ সূত্রে মামলার অভিযোগে কচুয়া প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মফিজুল ইসলাম বাবুল ও ক্রীড়া সম্পাদক আবু সাঈদ আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল সোমবার চাঁদপুর সিনিয়র জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাসের আদালতে হাজির হলে জামিন লাভ করে। অভিযুক্ত দু’সাংবাদিকের পক্ষে মামলা পরিচালনা করেন-এডভোকেট মোঃ সালাহউদ্দিন (ফটিক)।
ঘটনার বিবরনে প্রকাশ, ওই ছবি ভাংচুরের ঘটনাটি গত ১ অক্টোবর ২০১৫ইং তারিখে দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার প্রথম পাতায় কচুয়া অফিস কর্তৃক উল্লেখে সংবাদটি প্রকাশ পায়। এ প্রকাশিত সংবাদে জাকির মেম্বারের গৃহে হামলা চালিয়ে ছবি ভাংচুর সহ অন্যান্য ঘটনার কথা উল্লেখ থাকলেও কোন ব্যক্তির নাম উল্লেখ ছাড়া কতিপয় দুষ্কৃতকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে সংবাদে উল্লেখ রয়েছে।
অপর দিকে সাংবাদিক আবু সাঈদ জানান, দৈনিক চাঁদপুর সময় পত্রিকায় ওই সংবাদটি প্রকাশ পেলেও এ পত্রিকার সাথে তার কোন সম্পৃক্ত নেই।
অথচ মামলার বাদী একই গ্রামের মোঃ ফিরোজ খান বাহার ঘটনাটি আমলে নিয়ে তার এবং মামলার স্বাক্ষীদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে, সে গত ৬ অক্টোবর ২০১৫ইং তারিখে জাকির মেম্বার ও তার নিকট আত্মীয় আরও তিন জন সহ এ দু’সংবাদ কর্মীকে জড়িয়ে ওই আদালতে একটি মানহানির মামলা দায়ের করে। যাহার নং-সিআর ১৩৫/০১৫ইং। মামলাটি দায়েরের পর আদালত সকল বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করলেও উল্লেখিত সংবাদ কর্মীরা খবর পায়নি। এমতাবস্থায় সকল বিবাদীদের বিরুদ্ধে কচুয়া থানায় গ্রেফতারি পরোয়ানা আসলে এ দু’সংবাদ কর্মী খবর পেয়ে আইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আদালতে হাজির হয়ে জামিন লাভ করে।
এ ব্যাপারে সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল জানান, অতিসহশায় বিষয়টির বিস্তারিত নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র দৃষ্টির আকর্ষন করার জন্য একটি খোলা চিঠি প্রেরন করা হবে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।