বুধবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে বিভিন্ন কর্মসূচীর মধ্যে কলেজের অধ্যক্ষ ড. এ.টি.এম শাহ আলম সিকদারের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ জাকির হোসেন পাটওয়ারীর পরিচালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন-কলেজের উপাধ্যক্ষ মনিরুজ্জামান, কলেজ পর্ষদ সদস্য কামাল পাশা কাজল, মোঃ রুহুল আমিন, উপজেলা সাবেক ছাত্রলীগ যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী ও স্থানীয় যুবলীগ নেতা জহির মোল্লা।
দুপুরের পূর্বে পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী রচনা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন এবং সকলেই প্রতিযোগিতায় বিজয়ী হয়। প্রতিযোগিতায় শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি সভাপতিত্বে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়ালের উপস্থাপনায় আলোচনা সভায় ওই বিজয়ী শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনী, বিজয় দিবস ও ধর্মীয় বই পুরস্কার প্রদান করা হয়।
এদিকে মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী রচনা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এ প্রতিযোগিতায় ৩ জন শিক্ষার্থী বিজয়ী হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্ল্যাহর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক বাবু অরুন চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় বিজয়ী শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর জীবনী, শেরে বাংলা একে ফজলুর হক এর জীবনী ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বই পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন-ওয়ার্ড আওয়ামীলীগের মমিন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা শংকর মজুমদার, শাহজাহান চৌধুরী, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাউছার, ছাত্রলীগ নেতা নয়ন, মহসিন কবির লিটন, আঃ কাদের সহ স্থানীয় আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।