মো: আলমগীর তালুকদার,কচুয়া :
প্লাস্টিক দূষন বন্ধ করি” এ শ্লোগানে কচুয়া বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। ৫ জুন বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি পলিষদ চত্তর থেকে বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপ্রধানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশির,বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভ’মি) রুমন দে।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী,উপজেলা শিক্ষা অফিসার শাহ মো: ইকবাল মনছুর,সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম ,কচুয়া প্রেস ক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ ।