প্রতিনিধি==
: বিয়ের ১৩ দিন পর চাঁদপুরের কচুয়া উপজেলার কৃশ গ্রামে ধানক্ষেত থেকে রুমা আক্তার (১৮) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ রুমার স্বামী ফখরুল ইসলামকে (২৫) আটক করে।
সে ঐ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, রুমার স্বামী ফখরুলের বাড়ির পাশে একটি ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশের হাত পেছনের দিকে বাঁধা এবং বুক ও উরুতে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক স্বামী ফখরুল। এ ঘটনায় তার সাথে আরো ৪ জন ছিলো বলে সে জানায়।এ ব্যাপারে রুমার বড় ভাই শরীফ হোসেন কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। শরীফ জানায় গত ১৩ দিন পূর্বে পারিবারিক ভাবে রুমার বিয়ে হয়েছিল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।