এম.সাইফুল মিজান:
কচুয়ায় বিভিন্ন ফলের আরৎ ও দোকানে ২৪ জুলাই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে সবধরনের ফলমূলে ফরমালিনের ব্যবহার পরীক্ষা করা হয়। এতে মাল্টা জাতীয় ফলে ফরমালিনের ব্যবহার মাত্রাতিরিক্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়া আহমেদ সুমনের নেতত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সহযোগীতা করেন- কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনির হোসেন ও সহকারী মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।
অভিযানে মোট ৫টি ফলের আড়ৎ ও দোকানদারকে মোট ২১হাজার ৬শত টাকা জরিমানা আদায় করা হয়। দোকান গুলো হলো- আল্লাহর দান ফলের আড়ৎ ২০হাজার টাকা, কারিমা এন্টার প্রাইজকে ৫শত, সুমনের ফলের দোকান ৫শত , কামালের ফলের দোকান ৩শত টাকা ও জাহাঙ্গীরের ফলের দোকানে ৩শত টাকা জরিমানা আদায় করা হয়।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।