স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলার কচুয়ায় মাদক সেবন করে বাবা-মা কে নির্যাতন করায় মা রাশিদা বেগম পুত্র( রাশেদ ১৮)কে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার বালিয়াতলী গ্রামের মো: খোরশেদ আলমের হাজি বাড়িতে। মাদক সেবী রাশেদকে সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশরাফ হোসেন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন। জানা যায়, যুবক রাশেদ র্দীঘ দিন যাবত মাদক সেবন করতো এবং বাবা-মার কাছে মাদক সেবনের টাকা না পেলে তাদেরকে মারধর ও অসৎ আচরন করে আসছিল। সোমবার দুপুরে বাবা-মার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা না দিতে পারায় তাদেরকে শারিরীক ভাবে নির্যাতন করে। বাবা-মা অতিষ্ঠ হয়ে পুলিশকে খবর দিয়ে পুত্র রাশেদ কে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়। পুলিশ তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে পাঠালে উপরোক্ত রায় প্রদান করেন।