প্রতিনিধি
কচুয়ায় গতকাল সোমবার সকালে মাহফিলের তবররুক খেয়ে নারী-পুরুষ, স্কুলের শিক্ষার্থী ও শিশুসহ দেড় শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
জানা গেছে, গত রোববার উপজেলার কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর মাদ্রাসা মাঠে স্থানীয় ইমাম হোসেনের উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের আয়োজন করে। মাহফিল শেষে রাত ২টার সময় মুসলি্লদের মাঝে তবররুক বিতরণ করেন মাহফিল কর্তৃপক্ষ। পরদিন সকালে ওই তবররুক খেয়ে এলাকার অর্ধশতাধিক নারী, পুরুষ, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীর বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এ সময় আত্মীয়রা ডায়রিয়ায় আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আক্রান্তদের মতলব আইসিডিডিআরবি হাসপাতালে প্রেরণ করা হয়। তন্মধ্যে ২৮ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিরা অন্যান্য ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছে : মেহেদি হোসেন (১২), রিমা (৬), জান্নাতুল ফেরদাউস (১১), আয়শা আক্তার (৩০), নুরুল আমিন (৬০), রেদোয়ান (১০), ইউনুছ (২০), শামসুন্নাহার (৫৫), নাহার (২৫), লাবনী (৩০), আরমান (১৩), পান্না আক্তার (১৮), শামীমা আক্তার (১৮), মরিয়ম (৪০), নুরুল ইসলাম (৫০), সীমা (৩০), রাহাত (১৯), দিয়া (৮), কামাল (৩০), ইউসুফ (৪), খোকন (৯), তানিয়া (১৯), বিলকিছ (৪৫), মেহরাজ (৯), তামীম (১), হাফছা (২), মরিয়ম (২০), খাদিজা (৪০)। কর্তব্যরত চিকিৎসক মোঃ মনসুর আহমেদ জানান, খাদ্য বিষক্রিয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে ভর্তিকৃতদের চিকিৎসা চলছে।