প্রতিনিধি
কচুয়ায় শাহজালাল হোসেন (১৭) নামে এক অটোরিঙ্া চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলার সুবিদপুর হাজী বাড়ি থেকে পুলিশ এ যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, শাহজালাল হোসেন কচুয়া উপজেলার হাটকচুয়া গ্রামের শামসুল হকের পুত্র। শামসুল হক ৩টি বিয়ে করেছে। সতীনদের মধ্যে বনিবনা না হওয়ায় শাহজালালের মা পটুয়াখালীর কুয়াকাটা উপজেলার অধিবাসী খুকি বেগম তার সন্তানদের নিয়ে সুবিদপুর গ্রামের হাজী বাড়িতে বাসা ভাড়া করে থাকেন।
নিহতের মা খুকি বেগম জানান, রোববার ভোর ৬টার দিকে তার ছেলে শাহজালাল ঘুমে থাকা অবস্থায় তিনি বিশেষ প্রয়োজনে হাজীগঞ্জ বাজারে শাহজালালের পিতার কর্মস্থলে যান। সেখান থেকে তিনি সকাল ১১টার দিকে বাড়ি ফিরে এসে খাটের উপরে শাহজালালকে গলায় ওড়না পেঁচানোবস্থায় মুখ থুবড়ে পড়ে থাকতে দেখতে পান। খুকি বেগমের ধারণা তার ছেলে শাহজালাল ঘরের অাঁড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে শাহজালালের পিতা শামসুল হক পুলিশ ও সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, সকাল ৯টার দিকে খুকি বেগম হাজীগঞ্জ গিয়ে শামসুল হকের নিকট শাহজালালের মৃত্যুর খবর দেন। এলাকার লোকজন জানায়, শাহজালালের মৃত্যু নিয়ে খুকি বেগম বিভিন্ন লোকের সাথে বিভিন্ন কথা বলছে। কারো নিকট বলে সে আত্মহত্যা করেছে, আবার কারো নিকট বলে সে স্ট্র্রোক করে মারা গেছে। প্রত্যক্ষদর্শী আমিন হোসেন জানান, শাহজালালের গলায় ফাঁস দেয়ার দাগ রয়েছে। তবে এ দাগ ওড়না পেঁচানোর নয়, রশির দাগ হবে। শাহজালালের লাশ উদ্ধারকারী কচুয়া থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যার নং- ০২, তারিখ- ২৪-০১-২০১৬ খ্রিঃ। আজ সোমবার শাহজালালের লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হবে। শাহজালালের মৃত্যু রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে।