খোরশেদ আলম শিকদার ঃ
চাঁদপুরের কচুয়ার রাগদৈল আই.এম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে শনিবার বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক ও অভিভাবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ব্যাংকার মোঃ রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দি ফারমার্স ব্যাংক লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ওসমান গনি মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস,বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন ফরাজী মহসিন,চান্দিনার কংগাই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী মোঃ সামছুল হক,মার্কেন্টাইল ব্যাংক মিরপুর শাখা ব্যবস্থাপক মোঃ সালাহ্ উদ্দিন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছাদেকুর রহমান আখন্দ,মহিলা মেম্বার আমেনা আক্তার,স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি কাজী মোঃ সাইফুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন।
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম কবির,ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান জাহাঙ্গীর, সাবেক যুবলীগ নেতা মোঃ কামরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ ফরহাদ মোল্লাসহ শিক্ষক অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও স্টুডেন্টস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সালের জেএসসি বৃত্তি প্রাপ্ত ৮জন ও এসএসসি তে ২০১৬ সালের জিপিএ- ৫ প্রাপ্ত ২০জন কৃতি শিক্ষার্থীকে সম্মামনা ক্রেষ্ট ও সংবর্ধনা দেয়া হয়। মতমিনিয়ম সভায় সভাপতির বক্তব্য কালে, রাগদৈল আইএম দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মজুমদার বলেন, কচুয়া কিংবা জেলায় নয়, আমি দায়িত্ব পালন কালীন এ বিদ্যালয়টিকে দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তরিত করতে চাই। এ জন্য শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগীতা চাই। এদিকে রফিকুল ইসলাম মজুমদার ওই বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, পৌনে ১০টায় এ্যাসেম্বলী, সকাল ১০টায় ক্লাসে পাঠদান শুরু ও বিরতির সময় ৪৫ মিনিটের স্থলে ৩০ মিনিট নির্ধারণ করেন। ফলে বিদ্যালয়ে যে কোন সময়ের চেয়ে এখন শিক্ষার্থীরা লেখাপড়ায় অধিক মনোনিবেশ হবে বলে অভিভাবকরা মনে করছেন।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।