কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর চুল কেঁটে দেয়ার ঘটনায় অভিযুক্তদের জরিমানা করা হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার চাঁনপাড়া গ্রামে সালিশী বৈঠকের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
সরজমিনে জানা যায়, উপজেলার চাঁনপাড়া গ্রামের অধিবাসী নিরীহ আফজু মিয়ার স্কুল পড়–য়া মেয়েকে একই বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী কুলসুমা বেগম, আসমা আক্তার ও তার পুত্র আনিসুর রহমান মিথ্যা চুরির অপবাদ দিয়ে গত শুক্রবার গৃহে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করে মাথার চুল কেঁটে দেয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে এবং তার সুবিচার পেতে নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মা শাহিনুর বেগম বেশ কয়েকদিন ধরে এলাকার সালিশীদের দ্বারে দ্বারে ঘুরে। অবশেষে স্থানীয়দের সহায়তায় বুধবার দুপুরে এ নিয়ে চাঁনপাড়া গ্রামে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই ছাত্রীর হাত-পা বেঁধে চুল কাঁটার ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত আনোয়ার হোসেন, তার স্ত্রী কুলসুমা বেগম ও মেয়ে আসমা আক্তারসহ উভয়ের ৬ হাজার টাকা জরিমানা রায় প্রদান কারে স্থানীয় সালিশীগণ।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।