শওকত আলী
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গোহট এলাকার নবম শ্রেণীর ছাত্রের গলায় জীবন্ত মাছ আটকীয়ে আজ বৃহস্পতিবার দূপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। জানাযায়, কচুয়া উপজেলার দক্ষিণ গোহট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আমির হোসেন চেয়ারম্যান বাড়ির আঃ গফুরের নবম শ্রেনীর ছাত্র মোঃ রিয়াদ হোসেন (১৪) গত ১০ নভেম্বর সকাল ১১ টায় পুকুরে মাছ ধরতে গিয়ে তার জালে একটি বাঈং মাছ আটকে পড়ে। সে মাছটি জাল থেকে মুখে কামড় দিয়ে খোলতে গিয়ে মাছটি তার গলায় ঢুকে যায়। তাৎক্ষণিক তাকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। গত বুধবার তার গলা অপারেশন করার পর তার গলার অবস্থার অবনতি ঘটলে আজ বৃহস্পতিবার দূপুরে সে মৃত্যুবরণ করে বলে তার পিতা আঃ গফুর জানান।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।