কচুয়ায় ছেলেকে ভাত দিতে এসে বাড়ি ফেরা হলোনা বৃদ্ধ মা রাবেয়া খাতুন (৬০)।সোমবার (১২ জুলাই) বিকালে হাজীগঞ্জ-গৌরীপুর কচুয়া সড়কের উত্তর ডুমুরিয়া সংলগ্ন সড়কের মোড়ে এ দুর্ঘটনা কবলে পরেন বৃদ্ধ মা। রাবেয়া খাতুন উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের উত্তরপাড়া হাজী বাড়ির আব্দুল সাত্তারের স্ত্রী।
নিহতের ছেলে আল-আমিন জানান, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের ডুমুরিয়া সিরাজ মিয়ার বাড়ি সংলগ্ন মোড়ে সড়কের পাশে আমার একটি দোকান আছে। আমার মা বিকালে টিফিন বক্সটি নিতে আসলে কচুয়ামুখী একটি পিকআপ ভ্যান আমার মাকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মায়ের অবস্থা অবনতি দেখলে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে নেয়ার পথিমধ্যে তিনি মারা যান বলে মরহুমের ছেলে আল আমিন নিশ্চিত করেন।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে এসেছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।