প্রতিনিধি
কচুয়ার রাগদৈল গ্রামের আলাউদ্দিন (৩৫) নামে ৪ সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার তিনি বিষপান করলে ভোর রাতে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সাচার এলাকায় তার মৃত্যু হয়। তিনি রাগদৈল গ্রামের আব্দুল মবিনের পুত্র।
এলাকাবাসী জানিয়েছে, আলাউদ্দিনের ছোট ছেলে ফরহাদ হোসেন পিতার কাছে কিছু বিস্কুট চেয়েছিল। হয়তো বা তার অক্ষমতার কারণে ছেলেকে বিস্কুট কিনে দিতে না পারায় ও সংসারে অভাব অনটনের ফলে রাগে অভিমানে আলাউদ্দিন বিষপানে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। আলাউদ্দিনের অবুঝ ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোবাররক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওসমান গনি মোল্লাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।