প্রতিনিধি
কচুয়ায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রঘুনাথপুর বাজারের মুদিমাল ব্যবসায়ী নুরুল ইসলাম ওরফে নুরু (৪৮)-এর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার বড়ইগাঁও মিয়াজী বাড়ির নীরিহ জসিম উদ্দিনের স্কুল পড়–য়া মেয়ে পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে গতকাল সোমবার বাড়ি ফেরার পথে রঘুনাথপুর বাজারের ব্যাবসায়ী লম্পট নুরু ওই মেয়েটিকে সু-কৌশলে ডেকে তার দোকানে নিয়ে যায়। ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় সাংবাদিকদের জানায়, নুরু তাকে ডেকে নিয়ে দোকানের সাটার বন্ধ করে শ্লীলতাহানীর চেষ্টা করে। সে ডাক চিৎকার দিলে নুরু তাকে দোকানের পেছনের দিক দিয়ে বের করে দেয়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিরাপদে রাখে এবং কাদলা গ্রামের মৃত আক্কাছ বেপারীর পুত্র লম্পট নুরু মিয়াকে বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি শ্রেণীকক্ষে আটকে রাখে।
অভিযুক্ত নুরু মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, স্কুল ছাত্রীটি তার দোকানে প্রয়োজনীয় কাজে আসলে শত্র“তার জেরধরে একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায়। এদিকে খবর পেয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) সাদেকুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরুকে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় লোকজন বিষয়টি সুষ্ঠু সমাধানে লক্ষে পুলিশের কাছ থেকে নুরুকে রেখে দেয়।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।