কচুয়ায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার এসআই আলাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে খাজুরিয়া এলাকায় বাসে তল্লাসি চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুমিল্লার কোতয়ালী থানার কাটাবিল গ্রামের সুমন মিয়ার স্ত্রী লাকী আক্তার ও ফরিদপুরের বোয়ালমারীর তেলঝুড়ি গ্রামের মৃত. আব্দুল জালালের ছেলে আব্দুল আলম।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের জেলহাজতে প্রেরন করা হয়েছে।