কচুয়া-ঢাকা ভায়া গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের কচুয়া-ঘাগড় ও সাচার এলাকায় অবরোধ পরবর্তী সময় ও নোয়াখালী-লক্ষ্মীপুর তথা দক্ষিণাঞ্চলের বিকল্প সড়ক হিসেবে যাতায়াতের একমাত্র পথ হওয়ায় কচুয়ায় স্থানে স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে কচুয়া উপজেলার পালাখাল কলেজ গেইট থেকে সাচার পর্যন্ত প্রায় ৩কিঃমিঃ ও কচুয়া আকানিয়া বাইপাস সড়ক থেকে ঘাগড়া বাজার পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হয়। এবং দূরপাল্লাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।
সরজমিনে দেখা যায়, কচুয়া-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের রাস্তার দু’পাশ ও বাক (মোড়) প্রশস্থ করণের কাজ চলমান থাকায় গাড়ি আসা-যাওয়ার সময় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া ১৮ দলীয় জোটের টানা অবরোধ থাকায় ছুটির দিনে নোয়াখালী-লক্ষ্মীপুর, হাজীগঞ্জ-চাঁদপুর তথা দক্ষিণাঞ্চলের বেশকটি জেলার অধিবাসীরা বাস, মাইক্রোসহ বিভিন্ন গাড়ি নিয়ে বিকল্প সড়ক হিসেবে এ রাস্তা দিয়ে যাতায়াত করায় যানজট সৃষ্টি হচ্ছে বলেও স্থানীয়রা মনে করছেন। এদিকে কচুয়ার আকানিয়া-ঘাগড়া ও পালাখাল-সাচার এলাকায় যানজটের খবর পেয়ে স্থানীয় পুলিশ যানজট কমানোর জন্য দিনভর চেষ্টা চালায়।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।