জয়া চৌধুরী
আলমারিতে
লুকোনো প্রেম
প্রজাপতি পাখাহীন
দেখতে পায় না চাঁদ
দেখছো না
আমার খাটের তলায়
বইয়েরা
ভয় পেতে পারে।
শরতের গজদন্ত
ও চকোলেট
জানলা দিয়ে গলে
যায় এপ্রিলের দিন
তোমার উড়ান শাসন করে
একটি বোকা পাখি
স্ফটিক হল স্বচ্ছ
কিন্তু তা যন্ত্রণা দেয়
আজ সকালে
এক নারী
ভ্রমণে গেছে
বোধহয় ফিরবে না।
(দ্বিতীয় প্রকাশিত অনূদিত কাব্যগ্রন্থের একটি কবিতা)