স্টাফ রিপোর্টার
গতকাল বিকেলে কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫-এর আওতাধীন আদর্শ মুসলিম পাড়া ও ঘোষপাড়া মহল্লা কমিটি গঠনকল্পে আলোচনা সভা চলছিলো। তখন কিছু উচ্ছৃঙ্খল যুবক একটি সিমেন্টের বস্তায় দেশীয় অস্ত্র অটো রিঙ্াতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় ওই সভা থেকে কর্মকর্তারা তাদের ধাওয়া করলে যুবকরা বস্তা রেখে পালিয়ে যায়। তখন উপস্থিত সবার সামনে বস্তা খুলে দেখা যায়, বস্তার ভেতরে বিভিন্ন দেশীয় অস্ত্র। এর মধ্যে ১টি ৩ ফুট লম্বা আধা ইঞ্চি লোহার পাইপ, ১টি রামদা, ১টি স্টিলের চাপাতি এবং ১টি বড় ছোরা। দেশীয় এ অস্ত্র দেখে সবাই হতবাক হয়ে যান। এলাকাবাসী বলেছে, প্রাশয়ই উঠতি বয়সী কিছু উচ্ছৃঙ্খল যুবক রাস্তায় এসব অস্ত্র নিয়ে মহড়া দেয়। এলাকাবাসী দেখেও ভয়ে তাদের ধরতে বা প্রতিরোধ করতে সাহস পায় না। তাই তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদের ভয়ে এলাকাবাসী সবসময় আতঙ্কে থাকে।
পরে থানায় খবর দেয়া হলে পুলিশ অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যায়। সভা থেকে ঘোষপাড়া ও আদর্শ মুসলিম পাড়ায় যাদের সন্তান দেশীয় অস্ত্র ব্যবহার করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।