করোনা পরিস্থিতিতে চাঁদপুর জেলা সমাজকল্যাণ কমিটি চাঁদপুর কর্তৃক চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আয়োজনে ১৩৯ জনকে ৬ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন,‘করোনার কারণে আমরা কেউই ভালো অবস্থানে নেই। সবাই বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কোন শ্রেণী পেশার মানুষ কেউ দেখাতে পারবেন না যে তারা ভালো আছে। কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে পারিবারিক ভাবে, কেউ মাসিক ভাবে এবং কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজেই এটা একটা জাতীয় দুর্যোগ।’
তিনি বলেন,‘স্বাধীনতার পরে এত দুর্যোগ আর আমাদের আর ফেস করতে হয়নি। দীর্ঘ দেড় বছর ধরে আমরা এই দুর্যোগ পথ পাড়ি দিতেছি। এই সময় যারা ব্যবসা করে অনেকে তাদের সেই ব্যবসা হারিয়েছেন, যারা চাকরি করেন অনেকে চাকরি হারিয়েছেন, যারা বিদেশে চাকরি করেন সেখানেও কাজ হারিয়েছেন। স্কুল-কলেজ বন্ধ রয়েছে অনেক বেসরকারি স্কুলের শিক্ষকরা তাদের চাকরি হারিয়েছেন।এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী সকল শ্রেণী পেশার কথা চিন্তা করে সবাইকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছেন। আর আমরা জেলা প্রশাসকরা বাস্তবায়ন নিয়ে কাজ করছি।’
মাননীয় প্রধানমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছিলেন সেই অর্থ থেকে আজ আপনাদের আমরা চেক প্রদান করছি।
এছাড়া এখানে ২০২০-২০২১ অর্থ বছরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে প্রাপ্ত প্রাকৃতিক দূর্যোগে/ কোভিড-১৯ পরিস্থিতে ৮০ জন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন বাবদ ৪ লক্ষ টাকা, ৫১ জন গরীব ও দুঃস্থ ব্যক্তিকে চিকিৎসা/আর্থিক সহায়তা বাবদ ২ লক্ষ ৬৩ হাজার টাকা, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত গরীব, অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী পরিবারের ৪ জন এবং ৪ জন গরীব মেধাবী ছাত্রের শিক্ষা অনুদান বাবদ ৩২ হাজার টাকাসহ সর্বমোট ১৩৯ জনকে ৬ লক্ষ ৯৫ হাজার টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।