২ নভেম্বর মঙ্গলবারও চাঁদপুরে কোনো করোনা রোগী শনাক্ত হয় নি। সে হিসেবে এদিন চাঁদপুরকে করোনাশূন্য বলা যেতে পারে। করোনার চলমান দ্বিতীয় ঢেউয়ে এ নিয়ে চতুর্থ দিন চাঁদপুর ছিলো করোনাশূন্য।
২ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, এদিন চাঁদপুর জেলায় ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষার রিপোর্টে সব ক’টিই নেগেটিভ আসে।
এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫ হাজার ৮জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন, চিকিৎসাধীন আছেন ১০৫ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।