স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর সরকারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্সের ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে টানাহেচরা করার অভিযোগে বখাটে যুবক জাহিদুল ইসলাম (২২)কে আটক করেছে পুলিশ। দুপুর ৩ টায় শহরের বড়ষ্টেশন এলাকায় নতুন বাজার পুলিশ ফাঁড়ির এটিএসআই সুদর্শন কুঁিড় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। জানা যায়,সদর উপজেলার ৪ নং রামপুর ইউনিয়নের আলগী পাচঁগাও গ্রামের হাবিবুল ইসলাম তপাদারের ছেলে জাহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত পাশের গ্রামের কাতার প্রবাসী সফিকুর রহমানের মেয়ে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেনের শিক্ষিকা ও কলেজ ছাত্রীকে প্রায় সময় উত্তক্ত করতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে জোর করে প্রকাশ্যে তার হাত ধরে টানা হেচরা করে। পরে সে ভয়ে ডাক চিৎকার করলে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এছাড়া সে প্রতিদিন মুঠোফোনে ছাত্রীকে তুলে নিয়ে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ১৬ নভেম্বর কলেজ ছাত্রী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার দিন বখাটে যুবক জাহিদুল ইসলাম বড় ষ্টেশন তার বন্ধুর বাসায় এসে মোলহেডে ঘুড়তে যায়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে সে পুলিশের সাথে ধস্তাধস্তি করে। পরে পুলিশ তার হাত বেধে তাকে থানায় নিয়ে আসে।