চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে কলেজ ছাত্রী গৃহবধু রহিমা আক্তার (১৯) কে শ্বাসরুদ্ধ করে হত্যা ঘটনায় থানায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি আনোয়ারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন আদালতে আসামিকে ৫ দিনের রিমান্ডা আবেদন করলে আদালত রিমান্ড শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা সাভার থেকে পুলিশ আসামি আনোয়ারকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, কলেজ ছাত্রী গৃহবধু রহিমা আক্তার হত্যা মামলা থানায় দায়ের করার পর থেকে মামলার প্রধান আসামী চাঁদপুর সহ বিভিন্ন জেলায় পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনার পরই কয়েকদিন সে তার পাশের বাড়িতে লুকিয়ে ছিলো। রাতে এসে সে রান্না ঘরে ঘুমাতো। এ ঘটনায় আসামীকে গ্রেফতারের দাবীতে কলেজ ছাত্রী গৃহবধু রহিমা আক্তারের সহপাটি ছাত্র ছাত্রীরা ফরকাবাদ কলেজের সামনে মানববন্ধন করে। সে দিন প্রধান আসামী আনোয়ার চাঁদপুর ছেড়ে হাজিগঞ্জ অবস্থান নেয়। পরে সেখান থেকে ঢাকা সাভারে তার বন্ধুর বাড়িতে পালিয়ে থাকে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম ভেঙ্গে ফেলার কারনে তাকে আটক করতে পুলিশের কিছুটা বেগ পেতে হয়েছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আসামী আনোয়ার ঢাকার সাভার এলাকায় অবস্থান করছে এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। বিজয় দিবস উপলক্ষে সাভার সৃতিসৌধে অনুষ্ঠান দেখতে মঙ্গলবার রাত ৮ টায় আনোয়ার আসলে পুলিশ তাকে আটক করে চাঁদপুর নিয়ে আসে। তাকে গত কাল বৃহস্পতিবার জেলা কারাগার থেকে রিমান্ডের জন্য থানায় আনা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে হত্যার মূল রহস্য উৎঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ৫ নভেম্বর বৃহস্পতিবার রাতে গৃহবধু রহিমা শ্বশুর বাড়ি থেকে ৫শ’ গজ দূরে মোজাম্মেল হোসেন পাটওয়ারী বাড়ীর পাশে জঙ্গলে একটি গাছে ঝুলিয়ে রাখে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ ওই গ্রামের পাটওয়ারী বাড়ীর পাশের একটি বাগানের ছোট গাছ থেকে কলেজ ছাত্রী গৃহবধু রহিমা আক্তারের মৃতদেহ উদ্ধার করে। রহিমা আক্তার পাশ্ববর্তী বাগাদী ইউনিয়নের বড় শেখ বাড়ির আঃ হাই শেখের মেয়ে। সে ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের এইছ এস সি ২য় বর্ষের ছাত্রী। দেড় বছর আগে বালিয়া সাপদী গ্রামের পাটওয়ারী বাড়ীর জলিল পাটওয়ারীর ছেলে আনোয়ার হোসেন পাটওয়ারীর সাথে তার বোনের বিয়ে হয়। বৃহস্পতিবার দিনগত রাতে স্বামী আনোয়ারের পরকিয়া সম্পর্কে কথা জানতে পারলে স্বামী স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এছাড়া স্বামীর চাহিদামত যৌতক না দেওয়ায় দুটি ঘটনা নিয়ে রহিমা আক্তারকে শ্বাষরুদ্ধ করে হত্যা করে গছের সাথে ঝুলিয়ে রাখে।
শ্বশুর বাড়ি থেকে ৫শ’ গজ দূরে মোজাম্মেল হোসেন পাটওয়ারী বাড়ীর পাশে একটি গাছে ঝুলিন্ত অবস্থায় এলাকাবাসি দেখতে পায়। ঘটনার পর থেকে ওই বাড়ীর লোকজন পলাতক রয়েছে। এই হত্যার অভিযোগে নিহত রহিমার বাবা আঃ হাই শেখ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় গৃহবধুর স্বামী আনোয়ার পাটওয়ারীকে প্রধান আসামী সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।