প্রতিনিধি
সাবেক ছাত্রদল নেতা, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের জামিন আবেদন নামমঞ্জুর করে চাঁদপুর ম্যাজিস্ট্রেট আদালত। রোববার সকালে জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমা শারমীনের আদালতে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল মামলার হাজিরা দেন। কাজী মোঃ ইব্রাহীম জুয়েলের পক্ষের আইনজীবীরা অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামমঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ সময় চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) এটিএম আরিচুল হক ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত রিমান্ড মঞ্জুর না করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। কাজী মোঃ ইব্রাহীম জুয়েলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুল্লাহীল বাকিসহ আরো অনেকে। উল্লেখ্য, কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল গত ২৮ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নিজ বাসা থেকে চাঁদপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতার হন। পরে গ্রেফতারের পর থেকে গত প্রায় দু’সপ্তাহ যাবত চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।