ডাঃ এস.জামান পলাশ
কানের পর্দা যদি ফুটো হয়ে যায় তা জোড়া লাগানোর পদ্ধতির নাম মাইরিংগোপ্লাস্টি। কানের পর্দায় ফুটা তৈরি হওয়ার প্রধানতম কারণ হলো কানের মধ্যভাগের মিউকো-পেরিঅস্টিয়ামের দীর্ঘকালব্যাপী প্রদাহ। ডাক্তারি ভাষায় একে বলা হয় ক্রনিক সাপোরেটিভ অটাইটিম মিডিয়া । যাকে প্রচলিত ভাষায় ‘কানপাকা’ রোগও বলা হয়ে থাকে।
বিভিন্ন কারণে এ রোগ হতে পারে। যেমন-
* কানের মধ্য ভাগে কোনো ইনফেকশন হলে তা যদি সঠিকভাবে সারিয়ে না তোলা হয়।
* শিশু বয়সে ডিপথেরিয়া, ইনফুয়েঞ্জা কিংবা হাম হলে তা থেকে এ রোগ শুরু হতে পারে। * কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেও এ রোগ হতে পারে।
* ইউস্টেশিয়ান টিউবে এ যদি কোনো সমস্যা হয়।
* যারা দীর্ঘদিন শ্বাসতন্ত্রের ইনফেকশনে ভুগছেন তাদেরও এ রোগ দেখা দিতে পারে। লণ
* কিছু দিন পরপর আক্রান্ত কান থেকে পুঁজ অথবা
* পানি জাতীয় পদার্থের নিঃসরণ।
* ধীরে ধীরে আক্রান্ত কানের শ্রবন শক্তি লোপ পাওয়া।
* কখনো কখনো কানে ব্যথাও হতে পারে।
চিকিৎসা :
হোমিওপ্যাথি চিকিৎসা ঃ কানের জত জটিল সমস্যাই হোক না কেনো হোমিওপ্যাথিতে এর চমৎকার চিকিৎসা আছে,যা ম্যাজিকের মত রোগ আরোগ্য করে।
এ্যালপ্যাথি চিকিৎসা ঃ-যখন পুঁজ অথবা পানি জাতীয় পদার্থের নিঃসরণ হতে থাকে তখন কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন করা সম্ভব হয় না। তাই এ নিঃসরণ বন্ধ করার জন্য আগে চিকিৎসা দেয়া হয়। যখন এ নিঃসরণ বন্ধ হয়ে যায়, তখন কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন ‘মাইরিংগোপ্লাস্টি’ করা হয়ে থাকে।
====================================
ডাঃ এস.জামান পলাশ
ওয়েব সাইট –www.zamanhomeo.com
ব্লগ–https://zamanhomeo.com/blog
( প্রতি মুহুর্তের চিকিৎসা বিষয়ক খবর গুলো নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন ) https://www.facebook.com/ZamanHomeoHall