আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মাদ মোহেবুল্লাহ (মাঃজিঃআঃ) ১দিনের সফরে আগামীকাল ৮ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুর আসছেন।
পীর ছাহেবের আগমন উপলক্ষে জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে হাজীগঞ্জের ভাটরায় ড. আব্দুল হালিম ফাউন্ডেশন কমপ্লেক্সের তিনি শুভ উদ্বোধন করবেন। পরে কমপ্লেক্স মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া তিনি চাঁদপুরে ২৮টি দীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও পরিচালনা কমিটি এবং সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ভক্ত মুরিদানকে তরিকার ছবক প্রদান করবেন বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
মাহফিলে সংগঠনের নেতা-কর্মী ও সকল ধর্মপ্রাণ মুসলমানকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার।