আগামী কাল (২৪ জুলাই) থেকে ঈদের বিশেষ লঞ্চ চলাচল শুরু করবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ বুধবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে বেঙ্গল শিপিং কম্পানির লঞ্চ এমভি মিতালী-০৪ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, নৌপথকে নিরাপদ রাখার জন্য মন্ত্রণালয় থেকে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং এর জন্য বিআইডাব্লিউটিএর কর্মকর্তা, প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত টার্মিনালে অবস্থান করবে। কোনো লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী না উঠে সে দিকেও তারা লক্ষ রাখবে। পাশাপাশি স্পিড বোর্ডে করে টহলের ব্যবস্থা করা হয়েছে। যাতে মাঝপথ থেকে নৌকা করে যাত্রী লঞ্চে না উঠে। নৌপুলিশ ইতিমধ্যে কাজে নেমে গেছে। ঈদের সময় তারা আরো সতর্ক থাকবে।
মন্ত্রী বিদেশি রাষ্ট্রের সমালোচনা করে মন্ত্রী বলেন, কিভাবে দেশ চালাতে হবে এ নিয়ে বিদেশি কিছু রাষ্ট্র আমাদের প্রেসক্রিপশন দিতে চাচ্ছে। কিন্তু তাদের প্রেসক্রিপশন দিয়ে তো বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে নিজের মতো। আপনারা মুরব্বিয়ানা অনেক করেছেন। এখন মুরব্বিয়ানা যদি করতে হয় তাহলে গাজায় গিয়ে ইসরায়েলিদের ওপর করুন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল শিপিং কম্পানির মালিক ডা. মো. আবুল হোসেন চৌধুরীর, বিআইডাব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান, সদস্য (অপারেশন) ভোলা নাথ দে প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।