চাঁদপুর নিউজ রিপোর্ট
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা আগামীকাল ৬ অক্টোবর সোমবার। সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় চাঁদপুরেও উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এ উৎসবকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে মানুষজন পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপনব করতে লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে বাড়িঘরে ফিরছে। অনেকেই প্রচণ্ড ভিড় এড়াতে আগেভাগে নিজ নিজ বাড়ি-ঘরে এসে পৌঁছেছেন। গতকাল গভীর রাত পর্যন্ত লঞ্চ, স্টিমার, বাস ও ট্রেনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। আজও থাকবে উপচেপড়া ভিড়। বাংলাদেশ রেলওয়ে ও বিআইডব্লিউটিসি ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস দিয়েছে।
এই ঈদের সাথে পশু কোরবানির বিষয়টি সম্পৃক্ত। সামর্থ্যবানরা হালাল পশু কোরবানি দেয়। চাঁদপুর জেলার গরু-ছাগলের হাটগুলো অনেক আগ থেকেই কেনাবেচার জন্যে প্রস্তুত থাকলেও আশানুরূপ বিক্রি হয়নি। তবে গত দু’দিন যাবৎ জেলা শহর ও গ্রামাঞ্চলের গরু-ছাগলের হাটগুলোতে মোটামুটি বিক্রি হলেও আজ দিবা-রাত্রি চলবে সর্বশেষ বেচাকেনা। এবার গরুর দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলে ক্রেতারা জানান।
এ বছর গরু-ছাগল বেচাকেনা করতে এসে চাঁদপুরে কেউই কোনো চাঁদাবাজের খপ্পরে পড়তে হয়েছে বলে শোনা যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যরা এ বিষয়ে সর্বদা টহল জোরদার রাখে। ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর জেলা শহরের ছোট-বড় শপিং সেন্টার ও মার্কেটগুলোও শেষ সময়ে জমে উঠেছে। রেডিমেড পোশাক ও শাড়ির দোকানগুলোতেও শেষ সময়ে বেচাকেনা কিছুটা বেড়েছে। বেশি ভিড় লক্ষ্য করা গেছে কসমেটিকস্ ও প্রসাধনী দোকানগুলোতে। সব মিলিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা এখন ঈদের শেষ প্রস্তুতিতে ব্যস্ত।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কোস্টগার্ড এ বছর নিরাপত্তা ব্যবস্থা অধিক জোরদার করেছে। বিভিন্ন ছোট-বড় মার্কেট, গুরুত্বপূর্ণ সড়কের মোড়, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনাল সমূহে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। যা অন্যান্য বছরের তুলনায় প্রশংসনীয়।
চাঁদপুর জেলা শহরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া ৮টায় চাঁদপুর পৌর ঈদগাহে। এছাড়া সকাল পৌনে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে, সকাল সাড়ে ৮টায় বাবুরহাটস্থ পুলিশ লাইন মাঠে, সকাল পৌনে ৯টায় পুরাণবাজারস্থ মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে, সকাল সোয়া ৮টায় বাবুরহাট হাই স্কুল এন্ড কলেজ মাঠে, সকাল সোয়া ৮টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (চিশতিয়া জামে মসজিদ সম্মুখে) সাড়ে ৮টায় বেগম জামে মসজিদ ঈদগাহে, পৌনে ৯টায় টেকনিক্যাল সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে, সকাল সোয়া ৮টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে, পুরাণবাজারস্থ পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল পৌনে ৯টায় ও সকাল সাড়ে ৮টায় ইসলামপুর গাছতলা দরবার শরীফ ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।