হাসানুজ্জামান : চাঁদপুরের শাহরাস্তিতে ধর্ষনের বিচার না পাওয়া কিশোরী নয়নের আত্ত¥হত্যার ঘটনায় স্থানীয় চেয়ারম্যান মাওঃ মুজাফফর হোসাইন বিভিন্ন ভাবে বাদী পক্ষকে হুমকি ধমকি ও অর্থের বিনিময়ে পত্র পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ ছাপিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে এমন অভিযোগ বাদী পক্ষের। অন্য এক বিশ্বস্থ সূত্রে জানা যায়, মামলার ১নং আসামী পলাতক রুবেল হোসেনের বড় ভাই মোশারফ হোসেন মুশু নিহত নয়নের ভাইকে মোবাইল ও রাস্তাঘাটে প্রকাশ্যে আক্রমন করার হুমকি দিচ্ছে- এ অভিযোগ নয়নের ভাই আল আমিন করছে। এছাড়াও বাদী পক্ষের সহায়ক ইউনিয়ন আনচার কমান্ডার আঃ সাত্তার মজুমদারকেও প্রকাশ্যে টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মাওঃ মুজাফফর হোসাইন পিঠের চামড়া তুলে নেয়ার হুমকি দেয়। এ বিষয়ে আঃ সাত্তারের সাথে আলাপ করলে তিনি জানান, নয়নের এ ঘটনায় তিনি মানবিক কারণে এগিয়ে আসলে চেয়ারম্যান বাধ সাধেন। তিনি সাত্তারকে এ বিষয়ে মাথা না ঘামানোর হুমকি দেয়- অন্যথায় তার পিঠের চামড়া তুলে নিবে বলে জানায়। তিনি আরো জানান, চেয়ারম্যানের হুমকি মূলক বক্তব্যটি থানা পুলিশ ও স্থানীয় কতিপয় ব্যক্তিদের অবহিত করেন। নিহত নয়নের ভাই আল আমিন জানায়, আমার মা ধর্ষক পরিবারের বিরুদ্ধে মামলা করায় আসামী রুবেলের ভাই মুশু আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। যা এলাকার বেশ ক’জনকে জানিয়েছে সে। সে আরও জানায়, চেয়ারম্যানের পক্ষপাতিত্বের কারণে আসামীর পরিবারের লোকজনের হুমকির মুখে বাদী পরিবার আতংকগ্রস্থ রয়েছে। যে কারণে এ মুহুর্তে আইনী সহযোগিতার কামনা করে সে। এলাকাবাসী জানায়, পত্রপত্রিকা ও চেয়ারম্যানের দম্ভোক্তি এ সত্য ঘটনাকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তবে এমন কোনো ঘটনা ঘটলে এলাকাবাসী তা মেনে নিবে না বলে তারা জানান। তারা আরও বলেন, গতকাল সোমবার প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকায় চেয়ারম্যানের বরাত দিয়ে নয়ন ও রুবেল সম্পর্কিত যে বক্তব্য ছাপা হয়েছে তাতে করে সাধারণ জনগন মনে করছেন রুবেল পরিবারের খুব নিকটের আত্ত¥ীয় তিনি এবং তিনি ওই পত্রিকায় বিভ্রান্তিকর ও বানোয়াট বক্তব্য দিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এহেন অবস্থায় চেয়ারম্যানের বিরুদ্ধে গণমিছিল বের করে আইনী ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি করেন এলাকাবাসী।
চাঁদপুর নিউজ সংবাদ