অভিজিত রায় ॥
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়রাপার্সন বেগম খলেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে জেলা বিএনপির উদ্দ্যোগে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহরের ঐতিহ্যবাহী বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যা সেলিম, মাহবুবুর আনোয়ার বাবলু, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, মনির চৌধুরী, খলিলুর রহমান গাজী, কাজী গোলাম মোস্তফা, ফেরদৌস আলম বাবু, সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মাষ্টার, যুগ্ম সম্পাদক ওয়াসিম পাটওয়ারী, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মানিকুর রহমান মানিক, ইব্রাহিম কাজী জুয়েল, বর্তমান কমিটির আহবায়ক ফয়সাল গাজী বাহার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চুসহ অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।