প্রতিনিধি
চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে এখন আবার নারী পকেটমার চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মে দীর্ঘদিন ধরে রেলওয়ে থানায় পুলিশ সদস্যরা ডিউটি করছেনা। মাঝে মধ্যে ডিউটি করতে আসলেও তাদের চেনা যায়না, তারা কি রেলওয়ের পুলিশ নাকি ট্রেন যাত্রী। প্রায় সময় দেখা যায় এরা পতিতা, পকেটমার, চোর এমন ব্যক্তিদের সাথে বসে চায়ের দোকানে গল্পে মেতে থাকে। আর এদের সাথে সখ্যতা রেখেই অপরাধীরা তাদের অন্যায় কাজগুলো করে যাচ্ছে।
গত ৪/৫ দিন পূর্বে নারী পকেটমার পুরাণবাজার বউবাজারের আসমা, সুমি এবং বড়স্টেশনের পতিতা ও পকেটমার নারগিস অজ্ঞাত এক নারী চাঁদপুর ইসলামী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি যাচ্ছিলো। এমতাবস্থায় এই নারী পকেটমার চক্র সু-কৌশলে ওই নারীর ব্যাগ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। আর ঘটনটি ঘটে কালিবাড়ি মোড়ে। অজ্ঞাত মহিলা কোর্টস্টেশনে এসে ব্যাগে হাত দিয়ে দেখতে পায় ব্যাংক থেকে তোলা তার ৫০ হাজার টাকা নেই। তখন সে কান্নায় ভেঙ্গে পরেন। টাকা হারিয়ে সে হয়ে যায় পাগলপ্রায়। তখন কোর্টস্টেশনে থাকা লোকজন বড়স্টেশনের নারগিসকে চাপ সৃষ্টি করলে সে সময় নিয়ে ৩০ হাজার টাকা ফেরত দিয়ে যায়। বাকি ২০ হাজার টাকা আর ফেরত দেয়নি।
গতকাল ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় ফজলু ম্যানসনের সামনে থেকে এক নারীর ভ্যাটিটি ব্যাগ থেকে নারগিস কৌশলে নগদ ৫শ’ টাকা ও একটি নকিয়া মোবাইল ফোন নিয়ে যায়। ওই নারীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে। সে তার শিশু সন্তানকে ডাক্তার দেখানোর জন্য চাঁদপুর এসেছিলো। নারগিস যখন মোবাইল ও টাকা ছিনতাই করছিলো, ঠিক তখনই এক যুবক তা দূর থেকে দেখে ফেলে। মহিলা যখন কোর্টস্টেশন প্লাটফর্মে এসে হাউমাউ করে কান্নাকাটি করছিলো, তখন ওই যুবক বলে স্টেশনে ঘুরে বেড়ানো বোরকা পড়া লম্বা মেয়েটি এই ঘটনা ঘটিয়েছে। তখন নারগিসকে চাপ সৃষ্টি করা হলে সে স্টেশনের এক চায়ের দোকানে মোবাইল পোনটি রেখে আসে। ওই দোকান থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হলেও সিম এবং নগদ টাকাটি উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে জনতা উত্তম মধ্যম দেরে ছেড়ে দেয়।
নারগিস, আছমা আর সুমি এই ধরণের অপরাধমূলক কাজ করেই চলছে। রেলওয়ে প্লাটফর্মে এ ধরণের অপরাধ হলেও রেলওয়ে থানা পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছেনা।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।