শহর প্রতিনিধি=
চাঁদপুরের শহরের অতি প্রাচীনতম রেলওয়ে স্টেশন কোর্ট স্টেশন। এই স্টেশনটি শহরের প্রাণকেন্দ্রে অবহিত। কিন্তু স্টেশনটি এতটাই নাজুক জরাজির্ণ। সামান্য বৃষ্টি হলে কোনো ট্রেন যাত্রী এইস্থানে দাঁড়াতে পারে না। ভিজে একাকার হয়ে যেতে হয়। তার উপর আবার রিপেয়ারিং কাজ করতে আসা ঠিকাদারদের গাফিলতিতে গত রোজার মাসে চট্টগ্রাম রেলওয়ে বিভাগ এই স্টেশনটি রিপেয়ারিং কাজ করায় ঠিকাদারের মাধ্যমে। ঈদ আসন্ন হওয়ায় শ্রমিকরা ঈদের আনন্দ করতে যত্রতত্র মালামাল ফেলে রেখে যার যার মতো বাড়ি ঘরে চলে যায়। এভাবে রিপেয়ারিং কাজের ইট, বালি, শুরকি প্লাটফর্মের উপর স্তুপ করে রাখা হয়। এরফলে ট্রেনযাত্রীরা এখানে এসে অবস্থান করতে পারছেন না। তাছাড়া কাজ শেষ না হওয়ায় বুকিং কাউন্টারটি পূর্বের স্থানে আনা সম্ভব হচ্ছে না। যার ফলে স্টেশন মাস্টার ও বুকিং সহকারীরা তাদের কার্যক্রম করতে পারছে না। তাছাড়া যাত্রীদের বিশ্রামাগারগুলোতে যাত্রীরা আশ্রয় নিতে পারেনা। এ কক্ষগুলো তালা ঝুলানো অবস্থায় রয়েছে। তাতে ঠিকাদারের লোকজন তাদের মালামাল স্তুপ করে রেখেছে।
অপরদিকে ক’দিন আগে এই প্লাটফর্মের সেডের পুরনোটিনগুলো পাল্টানোর জন্য খোলা হয়। কিন্তু খোলার পর থেকে এখানে আর কোনো লোকজনকে কাজ করতে দেখা যায় না। এখন সবার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে কোর্ট স্টেশনপ্লাটফর্মকি এমনটাই থাকবে?
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।