শাহারিয়ার খান কৌশিক ॥
চাঁদপুর মেঘনা ডাকাতিয়া নদীতে দীর্ঘদিন যাবত অসাধু মৎসজীবীরা বেহুন্দি জাল দিয়ে অবাধে মাছের সব ধরনের রেনু পোনা শিকার করে আসছিল। টাকার মৎস সম্পদ অবাধে নিধন করায় কোটি কোটি টাকা তিগ্রস্থ হচ্ছে সরকার। অবাধে নদ নদী থেকে রেনু পোনা ধরার কারণে মৎস সম্পদ দিন দিন হ্রাস পেয়ে যাচ্ছে। মেঘনা ডাকাতিয়া নদীতে মৎসজীবিরা প্রকাশ্য দিবালোকে মাছ ধরার কারণে চাঁদপুরে কয়েকটি দৈনিক পত্রিকায় ফলোওভাবে প্রকাশ হবার পর মাসিক মিটিং এ জেলা প্রশাসকের নির্দেশে কোর্সগার্ড ও মৎস কর্মকর্তা নেতিত্বে অভিযান পরিচালনা হয়। গতকাল কোর্সগার্টের ষ্টেশন কর্মমান্ডার হাবিবুর রহমান নেতিত্বে একটি টিম পুরানবাজার হরিসভা এলাকার মেঘনা নদীতে বিকেল ৫টায় অভিযান চালিয়ে ১৫ হাজার বর্গমিটার ৩টি বেহুন্দি জাল সহ কুমিল্লা জেলার সোনারগাঁয়ের শহিদুল্লাহ (৪৫) ও রাকিব (৩০) কে আটক করে। ষ্টেশন কর্মমান্ডার হাবিবুর রহমান জানান, মেঘনা নদী থেকে অসাধু মৎসজীবিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। আটকৃত দুজন কে চাঁদপুরে মৎসজীবিরা এনে তাদের দিয়ে রেনু পোনা নিধন করে। তাদের কে নির্বাহী ম্যাজেষ্টেট সৈকত ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা আদায় করে। জব্দকৃত বেহুন্দি জালের মূল্য প্রায় সাড়ে ১০ ল টাকা। মেঘনা ডাকাতিয়া নদী থেকে রেনু পোনা নিধন বন্ধের ল্েয কোর্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।