শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের কোড়ালিয়া নতুন বাস্তায় পাশে অন্যের জায়গায় বালু ভড়াট করতে রাজি না হওয়ায় ড্রেজার ব্যাবসায়ি মোস্তফা সন্ত্রাসীদের নিয়ে তান্ডব চালিয়ে সংঙ্খ্যালুগুর হোটেল ভাংচুর করে। তারা তাতেও ক্ষান্ত না হয়ে সংখ্যালঘু লিটন সরকারের হোটেলটি ভেঙ্গে পানিতে ফেলে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রসীরা ড্রেজার ব্যাবসায়ি মোস্তফার পক্ষ নিয়ে লিটন সরকারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, কোড়ালিয়া নতুন রাস্তার পাশে আজিজ ব্রাদার্সের মালিক আজিজুর রহমানের নিচু জমির উপর জামতলা নিশি বিডিং এলাকার লিটন সরকার একটি হোটেল তৈরি করে ব্যবসা শুরু করে। সেই জায়গার পাশে এসবি খালটি এলাকার ভূমি দস্যুদের সাথে নিয়ে ড্রেজার ব্যাবসায়ি মোস্তফা সন্ত্রাসীদের পাহাড়ায় রেখে বালু নিয়ে ভড়াট করে। গত কয়েকদিন পূর্বে আজিজুর রহমানের নিচু জমিটি ভড়াট করার জন্য মেস্তফার লোকজন তাকে জানায়। এসময় তিনি তার জমিটি ভড়াট করতে রাজি না হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এলাকার সন্ত্রাসীদের নেলিয়ে দেয়। গত বুধবার বিকেলে সন্ত্রসীরা দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আজিজুর রহমানের জায়গায় স্থাপন করা লিটনের হোটেলটি ব্যাপক ভাংচুর করে। পরে ভাংচুর করা হোটেলটি তারা রাস্তার পাশে পানিতে ফেলে দেয়। এসময় হোটেলে থাকা কয়েকজন লোক আহত হয়। স্থানীয় লোকজনরা জানায়, কোড়ালিয়া ও নিশি বিডিং এলাকার কিছু ভূমিদস্যুরা পরের জায়গা দখল ও রেলওয়ের সম্পত্তি দখল করে বালু দিয়ে ভড়াট করে। তারা সেগুলো চরাঞ্চলের লোকজনদের কাছে প্রতারনা করে বিক্রী করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে কোড়ালিয়ার এসবি খালটি আর এস খতিয়ানে চাঁদপুর পৌরসভার নামে হলেও এলাকার কিছু ভূমিদস্যুরা ভূয়া দলিল বানিয়ে বিএস খতিয়নে তাদের নামে উঠিয়ে নেয়। সেই খালটি বালু দিয়ে ভড়াট করে বিক্রী করে ফেলে। এতে করে কোড়ালিয়া, জামতলা, কাঁচাকলোনির ময়লা পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টিতে ভয়াভহ জলাশয়ের সৃষ্টি হওয়ায় জনর্দূভোগ বেড়ে গেছে। এই এলাকার ভূমিদস্যুদের দখল বানিজ্য বন্ধ করে কোড়ালিয়ার এসবি খালের দখল জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো দরকার। তা করা না হলে খালের পয়ঃনিস্কাশন বন্ধ হয়ে মারাত্তক জলাবদ্ধতা সৃষ্টি হবে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।