ক্রীড়া প্রতিবেদক॥
জেলা ক্রীড়া সংস্থার অন্তভুক্ত ক্লাব কর্মকতাদের সাথে সভা করেছেন ক্রিকেট উপ-কমিটি সদস্যবৃন্দ।বৃহস্পতিবার বিকেলে স্টেডিয়ামের প্যাভিলিয়ানেই এ সভা অনুষ্ঠিত হয় । জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক শাহেদুল হক মোর্শেদ,উদয়ন ক্লাবের সভাপতি ডি এম শাহজাহান,নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের কর্মকতা বোরহান খান,আনোয়ার মাঝি,পাইওনিয়ার ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল,ভাই ভাই স্পোটির্ং ক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান খান বাদল,ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা শামিম ফারুকী,আবাহনী ক্রীড়া চক্রের প্রতিনিধি রাফসান,মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের কর্মকতা সাইফুল ইসলাম সোহাগ,জেলা ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের কর্মকতা বিশ^জিত কর রানা.সোলেয়মান,সহ বিভিন্ন ক্লাবের কর্মকতা ও প্রতিনিধিগন ।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তনুযায়ী আগামী ২৩ শে ফেবুয়ারি ৪র্থ বঙ্গবন্ধু টি –টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ২টি সেমিফাইনাল ও ২৪ ফেবুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মার্চের ৩ তারিখ থেকে চাঁদপুর ষ্টেডিয়ামে শুরু হবে ১৩ টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ।সভায় জেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকউল্লা সরকারের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।