ক্লিন চাঁদপুর ,গ্রীন চাঁদপুরকে শতভাগ সফল করতে জনগনের সহযোগিতা চাই
…………………………চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল

স্টাফ রিপোটার ঃ ক্লিন চাঁদপুর, গ্রীন চাঁদপুর এর বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় ও কর্মপন্থা নিধারণ সংক্রান্ত এক গুরুত্বপুর্ন সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুৃর মন্ডল বলেন,ক্লিন চাঁদপুর ,গ্রীন চাঁদপুরকে শতভাগ সফল করতে জনগনের সহযোগিতা চাই । এটাকে আন্দোলন হিসেবে নিতে চাই । জনগনের মাঝে সচেতনতা সৃষ্ঠি করতে হবে । জনগনকে সাথে নিয়ে ক্লিন চাঁদপুর,গ্রীন চাঁদপুর করবো । তিনি বলেন,এটি বাস্তবায়নে পুর্নাঙ্গ পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে । চাঁদপুর পৌরসভা অগ্রনী ভুমিকা রাখবে । চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে । পৌরসভার কাউন্সিলাররা প্রতিটি এলাকার পরিস্কার-পরিচ্ছন্ন কাজে নেতৃত্ব দিবেন । এ ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ দিয়ে আমরা সহযোগিতা করবে । আমরা চাঁদপুরকে সুন্দর দেখতে চাই । ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে এগিয়ে নিতে চাই । আগামী জুনের মধ্যে ৫০ হাজার গাছ লাগানোর টার্গেট নিয়ে কাজ করবো । আগামী ২০/২৫ তারিখে অভিযানে নামবো । এ জন্য চাঁদপুরের সর্বস্তরের জনগনের সহযোগিতা চাই । চাঁদপুরের সুধীজন ,সাংবাদিক,পেশাজীবি সংগঠন,জনপ্রতিনিধিদের পাশে চাই । চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার,চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী ,সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী,চাঁদপুর মাতৃপীড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তর কুমার,চাঁদপুর জেলা মৎস্য অফিসার সফিকুল ইসলাম,চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোঃ সাজ্জাত হোসেন,সাংবাদিক আব্দুল আউয়াল রুবেন,সাংবাদিক ইফতেখার আলম মাসুম,চাঁদপুর পৌর কমিউিনিটি পুলিশের সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ,কাউন্সিলার নাছির চোকদার,কাউন্সিলার ডি এম শাহাজাহান,কাউন্সিলার ফরিদা ইলিয়াছ,চাঁদপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান,সাংবাদিক হাবিবুর রহমান,সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশ সহ বিভিন্ন সংগঠনের নেৃতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় এ সময় উপস্থিত চাঁদপুর এডিএম মোঃ শাহাদাত হোসেন , চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ মতিন ,চাঁদপুর টিআইবি-সনাকের সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত ,জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীসহ বিভিন্ন সুধীজন প্রমুখ ।