প্রতিনিধি
চাঁদপুর পৌর এলাকার মঠখোলাস্থ খলিশাডুলী গ্রামে চার বছরের ছেলেসহ মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ৭ মে দুপুর ২টায় খলিশাডুলী থেকে মোঃ হাসিম বেপারীর স্ত্রী লিপি আক্তার রুমা (২৭) তার ছেলে মোঃ সিয়াম (৪) কে নিয়ে বাপের বাড়ি শিলন্দিয়া খান বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রুমার সাথে নিজ ব্যবহৃত জিনিসপত্রসহ নগদ ১৫শ� টাকা ও মোবাইল ফোন ছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বামী হাসিম বেপারী চাঁদপুর নিউজকে জানান, স্ত্রীর সাথে আমার কোনো রকম দ্বন্দ্ব বা ঝগড়া ছিলো না। আমার শিশু সন্তানকে নিয়ে আমার অনুমতিক্রমে শ্বশুর মোঃ হাবিব খানকে দেখতে লিপি আক্তার বাবুরহাটস্থ শিলন্দিয়া খান বাড়িতে যায়। তিনি আরো জানান, স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার সময় বলেছিলো ৩/৪ চার ঘণ্টার মধ্যে সে বাড়ি ফিরে আসবে। স্ত্রীর ব্যবহৃত ০১৯২৩-৯৫৭৯৭৬, ০১৬৮১-৮৪০১৯০ মোবাইল নাম্বারগুলো নিখোঁজের সাথে সাথে বন্ধ পাওয়া যায়। তিনি এখন শঙ্কা প্রকাশ করছেন তার স্ত্রী ও পুত্র অপহরণের শিকার হয়েছে কিনা। ৭ মে থেকে অদ্য পর্যন্ত সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান না পেয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করি, যার নং- ৪০৫, তারিখ ৮/৫/২০১৪খ্রিঃ। হাসেম খানকে তার স্ত্রীর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, আমার স্ত্রীর এমন কোনো কিছু অতীতে দেখিনি যার এমনটি হবে।