চাঁদপুর নিউজ রিপোর্ট
যে কোনো জলাশয় ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর যদি আবার সেটি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে তো সে জলাশয়টিকে সবাই রক্ষণাবেক্ষণই করার কথা। কিন্ত তা না করে একটি স্বার্থান্বেষী মহল সম্পূর্ণ বাণিজ্যিক চিন্তা থেকে জলাশয়টি ভরাট করে ফেলছে। আর এ প্রক্রিয়ায় মসজিদকে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মসজিদ বড় করতে হবে তাই পুকুর ভরাট করা হচ্ছে বলে মহল বিষয়টি প্রচার করছে। কিন্তু বাস্তবে মসজিদ নয়, পুকুর ভরাট করে মার্কেট করারই পাঁয়তারা তাদের। আর এ ভরাট কাজে নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের গল্লাক বাজারে।
গল্লাক বাজার পুকুরটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি পুকুর। এ বাজারে রয়েছে প্রায় ২শ’ ব্যবসায়ী, পাশে রয়েছে একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা, একটি হাইস্কুল ও একটি কলেজ। সাথেই রয়েছে একটি মসজিদ। প্রতিদিন শ’ শ’ মানুষ এ পুকুরে অজু, গোসল ও ধোয়া-মোছার কাজ করে থাকে। তাছাড়া বাজার বা আশপাশে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এ পুকুরটি আগুন নেভাতে বিরাট ভূমিকা রাখবে। এমন একটি জনগুরুত্বপূর্ণ পুকুর ভরাট করার উদ্যোগ নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটওয়ারীসহ একটি মহল। পুকুর ভরাট করে মসজিদ বড় করা হবে বলা হলেও তাদের উদ্দেশ্য ভিন্ন। আসলে এটি ভরাট করে তাদের মার্কেট করাই উদ্দেশ্য। আর মসজিদে যদি মুসল্লির স্থান সঙ্কুলান না হয় তাহলে এটিকে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা যাবে বলে মনে করেন স্থানীয়রা। কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মহলটি জনস্বার্থের বিষয়টি বিবেচনায় না নিয়ে তাদের বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীতে ড্রেজার বসিয়ে পুকুরটি ভরাট করতে থাকে। স্থানীয় লোকজন এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করে সেটি ভরাট করতে নিষেধ করলেও তিনি তা শুনেননি। শেষ পর্যন্ত তারা গত ১০ নভেম্বর চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের কাছে অবৈধভাবে পুকুরটি ভরাট করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। এর প্রেক্ষিতে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল ঘটনাস্থলে যান। তিনি সেখানে গিয়ে ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারীকে ডেকে এনে পুকুর ভরাট কাজ বন্ধের নির্দেশ দেন। এরপর তাৎক্ষণিক ভরাট বন্ধ হলেও কয়েকদিন পর আবার ভরাট শুরু করে। এরপর এলাকাবাসী গত ১৩ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ঐ পুকুর ভরাট বন্ধের জন্য আবেদন করেন।