মতলব প্রতিনিধি : মতলব উত্তরে ২জনকে গাঁজা বিক্রির দায়ে আটক করে ভ্রাম্যমান আদালতে ১ মাসের জেল প্রদান করা হয়। গত শুক্রবার রাতে প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উপজেলার সুগন্ধি গ্রামের বাচ্চু রাঢ়ীর ছেলে সোহরাফ হোসেন ও হজলক হোসেন বেপারীর ছেলে আজহারুল ইসলামকে গাঁজা বিক্রির অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। গতকাল শনিবার সাজাপ্রাপ্তদের চাঁদপুর জেলে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুগন্ধি গ্রাম থেকে গাঁজা বিক্রি করা অবস্থায় তাদের গাঁজাসহ উপ-পরিদর্শক (এসআই) আবু আল মামুন সঙ্গীয় ফোর্স আটক করে। তাদের কাছে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রাতেই প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের কার্যালয়ে হাজির করলে আটককৃতদের মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর তফসীলভূক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ১৯(১) এর টেবিল ৭(ক) ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনে তাদের কারাদন্ডের আদেশ প্রদান করে।
চাঁদপুর নিউজ সংবাদ