প্রতিনিধি=
চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন খান (৪৮) নামে এক সিএনজি স্কুটার চালক নিহত হয়েছেন।
জানা যায়, গতকাল অবরোধ করার জন্যে উক্ত সড়কের গাছতলা বাদামতলী নামক স্থানে গাছ ফেলে রাখা হয়। ঢাকা থেকে ঢাকা মেট্রো-ন-১১০৬৪৮ নম্বরের একটি পিকআপ ভ্যান ইটের সুরকি গোলার মেশিন নিয়ে নোয়াখালীর সুবর্ণচর যাওয়ার জন্যে এ সড়ক দিয়ে আসে। ভোর ৫টায় বাদামতলী নামক স্থানে আসলে সড়কে গাছ দেখে পিকআপ ভ্যানের চালক গাড়িটি পেছনে ঘুরাতে গেলে সড়ক থেকে গাড়িটির অর্ধেক নিচে পড়ে যায়। পরবর্তীতে গাড়িটি উদ্ধার করতে একটি ট্রাক্টর আনা হয়।
কুয়াশার কারণে ট্রাক্টর ও পিকআপ না দেখায় সিএনজি স্কুটারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গাড়ি চালক আবুল হোসেন খান মারা যান।
জানা যায়, পিকআপ ভ্যানের উদ্ধার কাজ চলা অবস্থায় কোনো গাড়িরই সামনের লাইট জ্বালানো ছিলো না। যার কারণে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পর পিকআপ ভ্যানের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শী ও ক�জন সিএনজি স্কুটার চালক সূত্রে জানা যায়, আবুল হোসেন খান সব সময় আস্তে গাড়ি চালাতেন। তার মৃত্যুর জন্যে পিকআপ ভ্যানই দায়ী।
উল্লেখ্য, নিহত আবুল হোসেন খানের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার চৌরঙ্গী গ্রামে। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জনক। গতকাল নিহত আবুল হোসেন খানের গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।