প্রতিনিধি —
চাঁদপুর শহরে এক স্কুল ছাত্র খেলতে খেলতে পিতার সাথে মোবাইলে কথা বলার সময় গলায় দড়ি পেঁচিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে।
সরেজমিনে জানা যায়, চাঁদপুর শহরের গুয়াখোলা রোডের পণ্ডিত পাড়া এলাকার মোহন ঢালীর ভাড়াটিয়া ব্যাংকার শ্যামল সাহার পুত্র প্রমিত সাহা ওরফে অঙ্কুর (১২) বিকেল ৫টায় পিতার সাথে মোবাইল ফোনে কথা বলছিল। ওই সময়ে ঘরে ঝুঁলানো একটি দড়ি গলায় লাগিয়ে নাড়াচাড়া করে খেলছিল। হঠাৎ সোফার উপর থেকে পা ফসকে গলায় ফাঁস লেগে যায়। এতে করে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার মা তাকে খুঁজতে এসে দেখে, তার গলায় ফাঁস লাগানো অবস্থায় সে ঝুলছে। পরে তাকে নামিয়ে দেখে তার হৃদস্পদন বন্ধ হয়ে গেছে। প্রমিত চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। এলাকার তার সহপাঠী ও শতশত মানুষ তার লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।