মিজানুর রহমান
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের সরকার বাড়ির পেছনে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে।
স্থানীয় গ্রামবাসী জানায়, একটি লাশ ভাসতে ভাসতে ঐ স্থানে পাড়ে ঠেকে যায়। ভাটায় লাশটি উপরে উঠে গেলে গতকাল মঙ্গলবার সকাল ৭টায় লাশটি তীরে দেখতে পেয়ে সেখানে মানুষ ভিড় জমায়। ঘটনাটি এলাকার মেম্বারকে গ্রামবাসী জানালে তিনি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। বিকেল ৩টায় থানার উপ-পরিদর্শক কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও এলাকাবাসী জানায়, উদ্ধার করা লাশটির মুখ থেকে জিহ্বা বের হওয়া ছিলো। গলার নিচে রক্তের দাগ দেখা যায়। লাশের পরনে কোনো বস্ত্র ছিলো না। অনেকটাই ক্ষতবিক্ষত। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।