অনুমতি পেতেই আগামী ১০ ডিসেম্বর সমাবেশে যোগ দিতে রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশের মাঠে জড়ো হচ্ছেন তারা। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপবাগ মাঠে গিয়ে এমন চিত্র দেখা যায়।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির বিষয়টি তাদের জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রাজধানীর গোলাপবাগ মাঠে শনিবার বেলা ১১টায় গণসমাবেশ শুরু হবে।
তিনি জানান, গণসমাবেশে ঘোষণা হবে সরকার পতনের ১০ দফা কর্মসূচি। সবাইকে উপস্থিতি হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপৎ আন্দোলনে শরিক হবেন।