মতলব প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এনায়েতনগর গ্রামের প্রায় অর্ধশত পরিবারের ৫০-৬০ জন পুরুষ ছয় মাস ধরে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক ব্যক্তি নিহত হওয়ার পর থেকে ওই গ্রামে এ অবস্থা বিরাজ করছে। এসব বাড়িতে আতঙ্কে আছেন নারীরা। কোনো কোনো পরিবারের সব সদস্য ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছে।
গত রোববার সরেজমিনে ওই গ্রামে গেলে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, জমিলা খাতুন উচ্চবিদ্যালয়ের মাঠসংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কিছু জমি ইজারা নেওয়াকে কেন্দ্র করে গ্রামের লিয়াকত সরকারের সঙ্গে স্কুলের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১০ মে রাতে উপজেলার সাহেব বাজারে সংঘর্ষে লিয়াকত সরকার নিহত হন। এ ঘটনায় লিয়াকত সরকারের ভাতিজা তৌফিক আজিম বাদী হয়ে মামলা করেন। মামলায় ওই এলাকার এ বি মঈনউদ্দীন, তাঁর ছেলে এহসান মো. জিয়াউদ্দিন, জমিলা খাতুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহনসহ ১৬ জনকে আসামি করা হয়। লিয়াকত হত্যার প্রতিশোধ নিতে ঘটনার পর এ বি মঈনউদ্দীনের বাড়িসহ কয়েকটি বাড়িতে কয়েক দফা হামলা ও লুটপাট চালানো হয়। এ ছাড়া এলাকার অনেক নিরীহ মানুষকে মামলায় জড়ানোর হুমকি দেন লিয়াকতের পক্ষের লোকজন। এসব কারণে ওই এলাকার প্রায় অর্ধশত পরিবারের পুরুষেরা আতঙ্কে এলাকা ছেড়ে চলে যান।
গ্রামের মাঝিবাড়ির নূরজাহান বেগম (৬০) বলেন, তৌফিক আজিমের লোকজন হামলা চালিয়ে তাঁর ঘরের সব লুট করে নিয়ে গেছে।
তৌফিক আজিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি নির্দোষ। তাঁর চাচার হত্যার ঘটনায় মামলা করায় তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ওসি খান মো. এরফান বলেন, ‘এ থানায় নতুন এসেছি। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেব।’