রফিকুল ইসলাম বাবু ।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন নিহত চাঁদপুরের আতিক উল্ল্যাহ ও আবদুল কুদ্দুছের স্বজনরা। দীর্ঘ একযুগ এ হত্যাকান্ডের বিচার শেষ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। এদিকে আতিকের সন্তানরা অভাবের মাঝেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে এবার চাকুরী দেয়ার দাবি তাদের। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামীলীগ নেতা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচ আনী গ্রামের আতিক উল্ল্যাহ সরকার। নৃসংশ এ হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আতিকের স্ত্রী সন্তানরা। বড় ছেলে এবছর এইচএসসি পরীক্ষা দেবে। তার দাবি সরকার যেন চাকুরীর ব্যবস্থা করে সরকার। বিভিন্ন সময়ে নিহতদের পরিবারের পাশে থেকে সহযোগীতা করেছে আওয়ামীলীগের নেতারা। ২১ আগস্টকে ঘিরে নেয়া হয় বিভিন্ন কর্মসূচি। ২০০৪ সালের ২১শ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলায় নিহত হন চাঁদপুরের দু আওয়ামী নেতা। নৃসংশ এ হত্যাকান্ডের সঠিক বিচার দ্রুত স¤প্নন করা হবে, এমনটাই দাবি নিহতের পরিবারসহ চাঁদপুরবাসীর।