শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরের ঘোষের হাট বাজার এলাকায় কভার ভ্যান সিএনজি সংঘর্ষে মা ও শিশুসহ নিহত ২। আহত হয়েছে আরো ৩ জন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে গতকাল রবিবার দুপুর ২.৩০ মিনিট থেকে ৩ টার সময় বাকিলা থেকে সিএনজি চাঁদপুরে আসার সময় ও চাঁদপুর থেকে একটি কভার ভ্যান কুমিল্লা যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ঘে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া এলাকার শহীদ হোসেনের স্ত্রী তাসলিমা (২২) ও দেড় মাসের শিশু সন্তান তাসকিন ঘটনাস্থলে নিহত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, তাসলিমা তার স্বা^মী ও শিশুসহ চাঁদপুর তার বাবার বাড়িতে বেড়াতে আসছিল, পথিমধ্যে এই করুন দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন তাসলিমার স্বামী শহীদ (২৭) ও বাকিলার লোকমান হোসেনের ছেলে শরীফ (২০), বাবুরহাট তরপুরচন্দী এলাকার মৃত মুসলিমের ছেলে তাহের গাজী (৩৪) আহত হয়। দূঘটনার পরে এলাকার লোকজন আহতদের চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে শহীদ ও শরীফকে সাধারণ চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। দূর্ঘটনায় সিএনজি চালক পলাতক বলে জানায় এলাকার লোকজন,আর কভার ভ্যানটিও আটক করেছে স্থনীয় লোকজন। নিহতের পরিবারের লোকজন জানায় দূঘটনার কারনটি থানায় মামলার প্রস্তুতি চলছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।